ধলই ইউনিয়নের হযরত শাহজাহান শাহ (রহঃ)
হযরত শাহজাহান (রহঃ) এর আদি নাম হযরত শেখ জানি শাহ্ ছিল বলে কোন কোন বর্ণনায় উল্লেখ করা হয়েছে । তবে এ তথ্য ইতিহাসে সুপ্রমাণিত নয় । হযরত শাহজাহান শাহ (রহঃ)-কে চট্টগ্রামে আগত প্রসিদ্ধ বার জন আউলিয়ার মধ্যে একজন হিসেবে মনে করা হয় । তবে এ ব্যপারে ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে । মতানৈক্য যাই থাকুক, হযরত শাহজাহান শাহ (রহঃ) যে একজন মম্তবড় অলি-আল্লাহ এতে কোন সন্দেহের অবকাশ নেই । তিনি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানার ইল্লা নামক স্থানে প্রথম দর্পন করেন বলে জনশ্রুতি আছে । তিনি ডিঙ্গি (ছোট নৌকা) থেকে নেমে উক্ত ইল্লা নামক স্থানে ‘লা ইলাহা ইল্লাললাহ’ বলে ‘ইল্লা মৌজা’ নামে খ্যাত হবার গৌরব অর্জন করে । ইল্লা মৌজার কিছুকাল অবস্থানের পর তিনি চট্টগ্রাম জেলা হাটহাজারী থানার অন্তর্গত ধলই গ্রামে আগমন করেন এবং তথায় বসবাস শুরু করেন ।জীবনের এই বাকী সময়টুকু তিনি ধলই গ্রামেই কাটিয়ে দেন পটভূমি আছে । যে স্থানে হযরত শাহজাহান শাহ (রহঃ) সমাহিন হন, সে স্থানে অতীতকালে মোঘল আমলের সেনানিবস ছিল । উক্ত স্থানটির চারপাশ ছিল মাটির ইটের উঁচু প্রাচীন ঘেরা মোঘল সৈন্যদের সংরক্ষিত কেল্লা বা দুর্গ । এ দুর্গের দক্ষিণ-পূর্ব কোণে হযরত শাহজাহান শাহ (রহঃ) এর মাজার শরীফ অবস্থিত বলে জানা যায় । হযরত শাহজাহান শাহ (রহঃ) এর মাজার সংলগ্ন এলাকায় ‘মোঘল দীঘি’ নামে একটি দীঘি ছিল । এ দীঘি কালক্রমে মাটিতে ভরে যায় এবং আবাদী জমিতে পরিণত হয় । হযরত শাহজাহান শাহ (রহঃ) এর সমাধির পাশে আরও তিনটি সমাধি রয়েছে । বর্তমানেও পূর্ববর্তী সূত্র ধরে মাঘ মাসের ২০ তারিখে প্রতি বছর হযরত শাহজাহান শাহ (রহঃ) এর ওফাত দিবস পালিত হয় এবং ওরশ শরীফের আয়োজন করা হয় । হযরত শাহজাহান শাহ (রহঃ) এর নামে একটি এষ্টেট রয়েছে যা তাঁরই বংশোদ্ভুত মরহুম হাদী চৌধুরীর বংশধরগণ সম্পাদন করেন । বর্তমানে যে জায়গায় মাজার শরীফ অবস্থিত ঐ জায়গা থেকেই তিনি ইসলাম প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন । হযরত শাহজাহান শাহ (রহঃ) সম্ভবত ইংরেজী ১৫০৬ সালের দিকে ওফাতপ্রাপ্ত হন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস