Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাটিরহাট মহিলা কলেজ
বিস্তারিত

ধলই ইউনিয়নের কাটিরহাট মহিলা কলেজ

হাটহাজারী উপজেলার প্রথম ও একমাত্র মহিলা কলেজ কটিরহাট মহিলা কলেজ ১৯৮৫ সনের ডিসেম্বর মাসে মো: আবু হানিফ, ডা: মাহমুদুল হক, ওয়ালী আহমদ মাস্টার (এনায়েতপুর), মো: ইলিয়াছ, নুরুল হুদা শরীফ, ডা: মো: নুরুল ইসলাম, আবুল হোসেন, আবদুল ছত্তার, আবু তাহের তালুকদার, মোহাম্মদ হারুন ও ফনী ভুষণ মজুমদার প্রমখ একটি সাধারণ সবা করে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন । উক্ত কলেজ প্রতিষ্ঠার জন্য ধলই নিবাসী সুলতান আহমদ প্রচুর টাকা ও এক একর জমি দান করেন । মরহুমা রবিজা খাতুন নামে এক মহিরষী নারী এক একর চার শতক জমি দান করেন এবং নুরুল হক চৌধরী একুশ শতক জমি দান করেন । এই কলেজের শুভ যাত্রা হয় কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের গৃহেই ১৯৮৬-৮৭ইং শিক্ষা বর্ষে ছাত্রী ভর্তি করে ক্লাস আরম্ভ করা হয় । বর্তমানে কলেজের অধ্যক্ষ পদে আনোয়ারুল কবির বিএ (অনার্স) এম এ আছেন ।